আন্তর্জাতিক ১৯ জুন ২০২৫

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস

post

ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস জানিয়েছে, ইসরায়েলের লাগাতার হামলায় ইরানজুড়ে এখন পর্যন্ত অন্তত ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৩২০ জনের বেশি। সংঘাতের সপ্তম দিনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। সংগঠনটি আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।২০২২ সালে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের সময়ও এই সংগঠন বিশদ হতাহতের তথ্য দিয়েছিল।তাদের দাবি, ইরানের অভ্যন্তরে তৈরি করা একটি তথ্যসূত্রের নেটওয়ার্ক এবং স্থানীয় প্রতিবেদন যাচাই করে এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত নিয়মিতভাবে হতাহতের সংখ্যা জানানো হয়নি। সবশেষ যে তথ্য তারা দিয়েছে, তাতে বলা হয়েছিল, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন আহত হয়েছেন।গত ১৩ জুন ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে দুই দেশের সামরিক বাহিনীর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলে ইরানি হামলায় এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner