কমিউনিটি ০৯ মে ২০২৫

লন্ডনে শহীদ আলতাব আলীর প্রতি লেবার পার্টি এবং কমিউনিটি নেতৃবৃন্দের ফুলেল শ্রদ্ধা

বর্তমান স্বতন্ত্র মেয়রের প্রতি ক্ষোভ প্রকাশ

post

ডক্টর আনিছুর রহমান আনিছ৬ মে মঙ্গলবার বিকাল ৫টায় লন্ডন টাওয়ার হ্যামলেটসের আলতাব আলী পার্কে টাওয়ার হ্যামলেটস লেবার দলের এক্টিভিস্ট ও কমিউনিটি নেতৃবৃন্দের উদ্যোগে ১৯৭৮ সালের ৪টা মে বর্ণবাদী হামলায় নিহত শহীদ আলতাব আলীর প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

 পূর্ব লন্ডনে শহীদ আলতাব আলীর নামে প্রতিষ্ঠিত (শহীদ মিনার) আলতাব আলী পার্কে আয়োজিত স্মরণ সভা সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং কমিউনিটি সংগঠক ও সাংবাদিক ডক্টর আনিছুর রহমান আনিছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন লন্ডন এসেম্বলি মেম্বার উমেশ দেশাই, টাওয়ার লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার আহবাব হোসেন, শহীদ আলতাব আলীর সহযোদ্ধা শামস উদ্দিন শামস, ব্রিকলেন ফিউনারেল এর পরিচালক পারভেজ কুরেশি, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর মাহফুজ ফারুক, কাউন্সিলর শাহভির শুভ, কাউন্সিলর মাইশা বেগম, সাবেক কাউন্সিলর তারিক খান, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে নাজমা হুসেইন, শেখ তানভির, সুয়েজ মিয়া, আনোয়ার মিয়া, আব্দুল বাছির, কেয়ারার এ্যাসোসিয়েশনের জগলু খান, শাহান উদ্দিন, রেদওয়ান হুসেন, শমিরন বেগম, জুবায়ের আহমেদ, হাফিজ জিলু খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য রহমত আলি, আহাদ চৌধুরী বাবু, শেখ মহিতুর  রহমান বাবলু, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল সহ  সংবাদকর্মীগন।

 আলোচনায় বক্তারা শহীদ আলতাব আলীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। পরে আয়োজক, টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ এবং কমিউনিটির বিভিন্ন স্তরের উপস্থিতিদের পক্ষ থেকে শহীদ আলতাব আলীর প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। 

সভায় বক্তারা বলেন, শহীদ আলতাব আলীর ত্যাগের প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ কমিউনিটি নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে ২০১৫ সালে তৎকালীন লেবার পার্টির মেয়র তাদের নির্বাচনী মেনিফেস্টো অংশ হিসেবে প্রতি বছর ৪ মে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে আলতাব আলী দিবস হিসেবে এই দিনটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু বর্তমান স্বতন্ত্র মেয়র এই দিনটি থেকে কমিউনিটিকে বিচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত। বর্তমান স্বতন্ত্র মেয়র এহেন অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, আলতাব আলীর অবদানের প্রতি শ্রদ্ধা জানান বর্ণবাদ বিরোধী মনোভাবের সকল নাগরিকের নৈতিক দ্বায়িত্ব। আর এজন্যই আমরা আজকে এখানে সমবেত হয়ে শহীদ আলতাব আলীর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner