কমিউনিটি ২৪ মার্চ ২০২৫

খুলনা বিভাগীয় সমিতি ইউকে'র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

post

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : প্রতিবছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন খুলনা বিভাগীয় সমিতি ইউকে।গত ২৩ মার্চ  রবিবার  ব্রিটেনের বাঙালি পাড়া হোয়াইটচ্যাপেল  এলাকার  লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী   হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের  বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, কমিউনিটির বিশিষ্টজন ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন 

খুলনা বিভাগীয় সমিতি ইউকে'র সভাপতি নাহিদ নেওয়াজ রানার  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম একাউন্টিং এর  প্রিন্সিপাল আসহাবুল হোসেন।

ইফতার শেষে সংগঠনের  সভাপতি 
খুলনা বিভাগীয় সমিতির  বছরব্যাপী নানা চ্যারিটি কর্মকান্ড স্লাইডের  মাধ্যমে বড়ো পর্দায় উপস্থাপন  ধরেন।এ সময় তিনি   বলেন প্রতিবছরের মতো এবারও রহমত, বরকত আর মাগ ফিরাতের বার্তা নিয়ে ধরণীতে আবির্ভূত হয়েছে  পবিত্র মাহে রমজান।পবিত্র এ মাসটিতে সিয়াম সাধনার পাশাপাশি খুলনা বিভাগীয় সমিতির জনসেবামূলক কার্যকলাপে সবাইকে সম্পৃক্ত থাকার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি  ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন  বিশ্বের  প্রায় সব দেশে পবিত্র রমজানের পুরো মাসটিতেই উৎসব আর ধর্মীয় গাম্ভীর্যে ভরপুর থাকে।ব্রিটেনের  মাটিতে দেশীয় খাবারের আয়োজন বিশেষ করে রমজানের ইফতার আমাদের  জন্য একটি বড় পাওয়া ।এমন একটি আয়োজনের জন্য  তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
 
ইফতার ও দোয়া মাহফিলে  উপস্থিত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন  সংগঠনের সাবেক সভাপতি আবু সুফিয়ান ঝিলাম ও এমদাদুল হক চঞ্চল।

এবারের ইফতার ও দোয়া মাহফিলের  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,  সহ সভাপতি মাকসুদ আহমেদ সুমন , কাইয়ুম হাসান স্বপন , মহিলা সম্পাদিকা সুলতান সেখ,সাবেক আহ্বায়ক এস.এম সিপার, টিভি ১৯ এর এডিটর  শেখ মহিতুর  রহমান বাবলু, সহ সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকায় ছিলেন ,  সাবেক সাধারন সম্পাদক তবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রিজভী, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোশারত সুলতানা, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান রুমু, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফারুক , সহ সাংস্কৃতিক সম্পাদক অর্ঘ্য বিশ্বাস এবং কার্যকরী সদস্য তানভীর আহমেদ, মজনুর রশিদ রনি, এহতেশামুল হক এ্যামি ।

ইফতার শেষে বিশ্ব শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী ।



আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner