নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
বিনোদনঃ কলেজজীবনে প্রেম অন্য সময়ের চেয়ে একটু আলাদাই। এর মাঝে লুকিয়ে থাকে বিশাল এক পাগলামি, যা একপর্যায়ে প্রকাশ পায়।— এমন দুর্বার প্রেমের গল্পেই নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘অবুঝ প্রেম’। যেখানে সেই প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার নায়ক ইয়াশ রোহান ও নায়িকা নাজনীন নিহা।সিএমভির ব্যানারে তৈরি এ নাটকের চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। ইয়াশ-নিহা ছাড়াও আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জয়নাল জ্যাক এবং আরও অনেক জনপ্রিয় মুখ।নাটকটি ইয়াশ-নিহার দুটি ভিন্ন লুক ও চরিত্র থাকছে। যেমন একদিকে কলেজজীবনের চিরচেনা গেটআপ, অন্যদিকে কারাগার ও পাগলাগারদের পোশাকে। এই দুটি চ্যালেঞ্জিং শর্তে তারা নিজেকে উপস্থাপন করেছেন।কলেজজীবনের প্রেম—এটি এমন একটি অনুভূতি, যা সব বাধা অতিক্রম করার ক্ষমতা রাখে। হৃদয়ের এক গভীর জায়গা থেকে, যেখানে অনুভূতিগুলো একে অপরকে হার মানিয়ে এগিয়ে চলে। ‘অবুঝ প্রেম’-এর গল্পেও কলেজজীবনে প্রেমের পরিণাম কারাগার-পাগলাগারদে নিয়ে যাবে কিনা, সেটিই এখন দেখার অপেক্ষা।এবারের ঈদ আয়োজনে সিএমভির ব্যানারে মুক্তি পাচ্ছি ২০টি নাটক। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চাঁদরাত থেকে বিশেষ এই নাটকগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হতে থাকবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
‘অবুঝ প্রেম’ নিয়ে গেল কারাগার ও পাগলাগারদে
-67de840f66c4b.jpg)