নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
স্পোর্টস ডেস্কঃ মাথায় আঘাত পেয়ে জাতীয় দলের দায়িত্ব শেষ না করেই লিভরাপুলে নিজ ক্লাবে ফিরে এসেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এ্যালিসন। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।গত বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যচাটিতে প্রতিপক্ষ ডিফেন্ডার ডেভিনসন সানচেজের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পান ৩২ বছর বয়সী এ্যালিসন। ফিফার কনকাসন প্রোটোকল অনুযায়ী এ্যালিসন ৭৮ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এ কারনেই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে তার আর খেলা হচ্ছে না। এক বিবৃতিতে সিবিএফ বলেছে, ‘মাথায় আঘাতপ্রাপ্ত এ্যালিসন এখন ভাল আছেন। তার কোন ধরনের মেডিকেল জটিলতা নেই। তারপরও তাকে ফিফার কনকাসন প্রোটোকল মানতে হবে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াকে সামনে রেখে তিনি ইতোমধ্যেই ক্লাবে ফিরে এসেছেন। এ্যালিসন ফেরাতে লিভারপুলের ইনজুরির তালিকা দীর্ঘ হলো। ইতোমধ্যেই ইনজুরির কারনে দলের বাইরে রয়েছেন তিন ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, জো গোমেজ ও কনর ব্র্যাডলি। এদিকে আরো একটি ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন লিভারপুলের ম্যানেজার আর্নে স্লট। ফিটনেস ইস্যুতে বুধবার নেদারল্যান্ড জাতীয় দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার রায়ান গ্র্যাভেনবার্চ। এই মুহূর্তে ১২ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আগামী ২ এপ্রিল প্রথম ম্যাচে এভারটনকে আতিথ্য দিবে লিভারপুল।
আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা হচ্ছেনা এ্যালিসনের
