কমিউনিটি ১৭ ফেব্রুয়ারী ২০২৫

ইয়ং টাওয়ার হ্যামলেটস্ এর সাথে হাফ টার্মের আনন্দ উপভোগ করুন!

post

ফেব্রুয়ারি মাসের হাফ টার্মে এক্সাইটমেন্টে ভরা এক সপ্তাহের জন্য  ইয়ং টাওয়ার হ্যামলেটস টিমের সাথে যোগ দিতে বাসিন্দাদের প্রতি আহবান জানানো হয়েছে। 

১৭ ফেব্রুয়ারি সোমবার থেকে ২১ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত আমাদের রয়েছে একের পর এক অ্যাক্টিভিটি, লঞ্চ পার্টি এবং ইভেন্ট।  

রোলার ডিস্কো সেশন, আর্টস অ্যান্ড ক্রাফ্টস, ফার্ম ভিজিট, ফিফা টুর্নামেন্ট, ভিক্টোরিয়া পার্কে আইস স্কেটিং, ওয়াপিং ইয়ুথ সেন্টারের পুনরায় উদ্বোধনী পার্টি এবং দ্য রিচের লঞ্চ পার্টি—সব বয়সের জন্য কিছু না কিছু রয়েছে!

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ  www.youngtowerhamlets.org.uk/events    


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner