কমিউনিটি ২৫ ডিসেম্বর ২০২৪

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিনামূল্যে ট্যাবলেট ও ডেটা লেন্ডিং সার্ভিস

post

আপনি কি টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা, কিংবা এমন কাউকে কি চিনেন যার আয়ের সীমাবদ্ধতার কারণে স্মার্টফোন ছাড়া অন্য কোনো ডিভাইস নেই?

যদি তাই হয়, তাহলে হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোর থেকে ১২ সপ্তাহের জন্য সীমিত সংখ্যক ট্যাবলেট থেকে একটি ধার করতে পারবেন আপনি। এই ডিভাইস আপনাকে অনলাইনে সংযুক্ত হতে ও ডিজিটাল দক্ষতা বাড়াতে সহায়তা করবে। 

ধার হিসেবে ট্যাবলেট পাওয়ার যোগ্য হতে, আপনাকে অবশ্যই -

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা এবং ১৮ বছরের বেশি বয়সী হতে হবে। স্বল্প আয়ের পরিবারের হতে হবে, এবং  স্মার্ট ফোন ছাড়া অন্য কোনো ডিভাইসে অ্যাক্সেস নেই বা যা আছে তা অপর্যাপ্ত। আপনাকে অবশ্যই আইডিয়া স্টোরের সদস্য হতে হবে বা সদস্যপদ নিতে হবে, এবং যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে।

আরও তথ্য এবং ড্রপ—ইন সেশনের বিশদ জানতে আগ্রহীরা ভিজিট করুনঃ www.ideastore.co.uk/our-services/tablet-lending

দয়া করে এই সুযোগটি এমন কারো সাথে শেয়ার করুন, যার প্রয়োজন হতে পারে।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner