কমিউনিটি ২৫ ডিসেম্বর ২০২৪

কমিউনিটি উদযাপনের জন্য গ্র্যান্টঃ আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি

post

টাওয়ার হ্যামলেটসের বৈচিত্র্যময় কমিউনিটির ঐক্যের স্পিরিট উদযাপনে সহযোগিতা করতে কাউন্সিল ক্ষুদ্র অনুদান হিসেবে ৫০০ পাউন্ড প্রদান করবে।

বাসিন্দারা কমিউনিটি চেস্ট থেকে অর্থের জন্য আবেদন করতে পারেন, যাতে স্ট্রিট পার্টি (এলাকার রাস্তায় আয়োজিত  পার্টি) ও কমিউনিটি ইভেন্ট যেমন ‘দ্য বিগ লাঞ্চ’, ‘দ্য গ্রেট গেট টুগেদার’, এবং ভি ই ডে-র ৮০ তম বার্ষিকী উদযাপন করা যায়। আরও থাকতে পারে বারার প্রাণবন্ত শিল্প দৃশ্য, উৎসব, পারিবারিক ও কমিউনিটির অনুষ্ঠান, তরুণ ও প্রবীণদের জন্য নানান কার্যকলাপ এবং সকলের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।

অনুদানের জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে ১০ জানুয়ারি ২০২৫। অনলাইনে গ্রান্ট তথ্য সেশন অনুষ্ঠিত হবে ৬ জানুয়ারি ২০২৫।

বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুনঃ www.towerhamletsarts.org.uk/?guide=Events


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner