গ্রাম বাংলা ২২ জানুয়ারী ২০২৫

দুই সমন্বয়ককে গ্রেফতার করল যৌথবাহিনী

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাত করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।বুধবার (২২ জানুয়ারী) বিকেলে পৌরশহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল হাদি। গ্রেফতারকৃতরা হলেন ছাত্র আন্দোলনে অংশ নেয়া জিল্লুর রহমান হৃদয় (২৮) ও তার সহযোগী মাসুদ রানা (২৬)।ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে আমুয়াকান্দা বাজারে অভিযান চালানো হয়। এসময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে জিল্লুর রহমান হৃদয় জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল কিন্তু সে ছাত্র সমন্বয়ক নয়। আরেকজন তার সহযোগী।তিনি আরও জানান, অভিযানে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভারতীয় মালামাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান বলেন, ছাত্র আন্দোলনে হয়তো ফুলপুর উপজেলায় ঐ দুজন অংশ নিয়েছিল, কিন্তু তারা কোন সমন্বয়ক না, কারণ আমরা কোন উপজেলায় কমিটি দেইনি। যদি তারা অপরাধী হয়ে থাকে, তবে সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা প্রশাসন নিবে এটা আমরা দাবী জানাই।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner