নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ ৫ বছরে ৫ কোটি রেইনট্রি রোপন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিতে বিভাগীয় কর্মশালায় তিনি এ কথা বলেন।আজ সোমবার (২ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাবে ব্যাংকুয়েট হলে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন খুলনা বিভাগীয় বিএনপি।খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিদ্য ইসলাম অমিতদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়ার সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।