আনসার আহমেদ উল্লাহ : আয়োজকরা জানিয়েছেন, অন্তত ১২৫,০০০ বিক্ষোভকারী ব্রিটেনকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার এবং গাজা ও লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানাতে গত ৩০ নভেম্বর শনিবার লন্ডনের রাস্তায় কয়েক হাজার মানুষ মিছিল করেছে, যা অবরুদ্ধ গাজায় প্রায় ৪৫,০০০ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। পার্ক লেন থেকে শুরু করে, বিক্ষোভকারীরা ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অফিসের সামনে হোয়াইটহলে তাদের বিক্ষোভ শেষ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ফিলিস্তিনি কর্মীরা , গাজায় পরিচালিত বিশিষ্ট এনজিও এবং ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা তারা ব্রিটেনকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় ।
বক্তাদের মধ্যে আহমেদ মোখাল্লালাতি প্যালেস্টাইনি ডাক্তার, যিনি রক্তপাত বন্ধ করার জন্য মানবিক হস্তক্ষেপের জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ করেন । "ইতিহাস যেমন দেখায়, গণহত্যা, জাতিগত নির্মূল এবং নৃশংস আগ্রাসন কোনো দখলকে টিকিয়ে রাখে না। বিপরীতে, যত বেশি শক্তি প্রয়োগ করা হয়, তত কম কার্যকর হয়, শেষ পর্যন্ত এই ধরনের নিপীড়ক শাসনের পতন ত্বরান্বিত করে," মোখল্লালতি বিক্ষোভকারীদের বলেন।
শনিবারের মিছিলের আয়োজকদের মধ্যে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন, স্টপ দ্য ওয়ার কোয়ালিশন এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রচারণা অন্তর্ভুক্ত ছিল। 'বেঙ্গলিস ফর প্যালেস্টাইন' একটি দলকে নেতৃত্ব দেয় যার মধ্যে ছিলেন নুরউদ্দিন আহমেদ, রাজনউদ্দিন জালাল, জাভেদ আখতার, সয়ফুল আলম, শফিক আহমেদ, শহীদ আলী এবং আবুল হোসেন।