বাংলাদেশ ১০ জানুয়ারী ২০২৪

নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে পিটার হাস

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন


ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সদ্য সমাপ্ত  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি কূটনৈতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফ করতে যাচ্ছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সাড়ে ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও কানাডা, জার্মানি ও রাশিয়ার দূতসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ বিশিষ্টজন ও গণমামাধ্যম ব্যক্তিত্বরা এতে উপস্থিত আছেন।আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ঢাকায় বিভিন্ন দেশের মিশন, কূটনৈতিক, পেশাজীবী,নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের ব্রিফ করবেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner