গ্রাম বাংলা ২০ আগস্ট ২০২৪

গলাচিপায় অস্থায়ী পাহারাদারের হাতে আটক বাহাদুর

পটুয়াখালী গলাচিপার আরো খবর

post

গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারে অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারে যাওয়ার পথে চলাচল সন্দেহজনক মনে করে বাহাদুর মৃধা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। বুধবার দিবাগত রাত আড়াইটায় রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের উত্তর পাশ থেকে পুল পেরিয়ে উলানিয়া বন্দরে ঢাকাগামী বাস কাউন্টারে আসার পথিমধ্যে তাকে আটক করে পাহারাদাররা। ওই রাতেই গলাচিপা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা তাদের হাতে তুলে দেন। জানা গেছে, বাহাদুর উপজেলার ডাকুয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড মোতলেব মৃধার ছেলে। উলানিয়া বন্দরের স্থানীয় কামরুল ইসলাম, নাঈম ইসলাম, সুমন-সহ অনেকে জানান, আমরা এলাকাবাসি রাতভর এলাকা পাহারা দিচ্ছিলাম। এ সময় বাহাদুর মৃধার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। এ বিষয় বাহাদুর মৃধার বাবা মোতলেব মৃধা জানান, আমার ছেলে উলানিয়া বাজারে বাস স্ট্যান্ডে কাউন্টারের দায়িত্বে ছিল। প্রতিদিনের মত ঐদিন আমার ছেলে বাড়ি থেকে কাউন্টারের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলে বাজারের কিছু লোক তাকে অহেতুক পূর্ব শত্রুতামূলকভাবে ফাঁসানোর চেষ্টা করেছে এবং থানায় দিয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান জানান, বাহাদুরকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি। 

গলাচিপায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করেছে। রবিবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গলাচিপা উপজেলা সরকারি ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে গলাচিপা সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ১৪ দফা দাবি নিয়ে শতাধিক শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক গলাচিপা ডিগ্রী কলেজের শিক্ষার্থী, কবি রুদ্র শামীম ও তার সহযোগী সারা, শাকিল, রুমা আক্তার, রিয়াদ প্রমুখ। এ সময় তারা ১৪ দফা দাবির পক্ষে জোরালো অবস্থান নেয়।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner