আন্তর্জাতিক ১৭ আগস্ট ২০২৪

দাবানলের কারণে তুর্কি রিসোর্ট থেকে লোকদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

আঙ্কারা: তুর্কি কর্তৃপক্ষ শুক্রবার দাবানলের কারণে আঙ্কারার আবাসিক এলাকা ইজমিরের এজিয়ান রিসোর্টের বেশ কয়েকটি ভবন থেকে লোকদের সরিয়ে নিয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে,আগুনে ১৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে,অন্যদিকে কৃষিমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি বলেছেন,আগুন ছড়িয়ে পরার কারণে কমপক্ষে ৮৭টি বাড়ি এবং ৪৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন্টায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) বেগে প্রবাহিত বাতাসের মাধ্যমে আগুন তুরস্কের তৃতীয় বৃহত্তম শহরের দিকে ধাবিত হয়। এনটিভি টেলিভিশনের খবরে বলা হয়েছে,প্রবল বাতাসে বিমানের মাধ্যমে পানি ছিটানো বাধাগ্রস্ত হয়েছে।অন্যান্য শহর থেকে ফায়ার ব্রিগেড রিইনফোর্সমেন্ট পাঠানো হয়েছে এবং সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে।তুর্কি মিডিয়ার দেয়া চিত্রে ঘন ধোঁয়ায় কারণে শুক্রবার আকাশ কমলা এবং ধূসর রংয়ের দেখা যায়। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner