আন্তর্জাতিক ০২ এপ্রিল ২০২৪

গাজায় ইসরাইলি হামলায় ৭ ত্রাণ কর্মী নিহত হওয়ায় চীনের নিন্দা

post

আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

বেইজিং:  চীন মঙ্গলবার বলেছে, তারা গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি দাতব্য সংস্থার সাতজন ত্রাণ কর্মী নিহত হওয়ার ঘটনায় মর্মাহত হয়েছে। এ হামলার হামলার কঠোর নিন্দা জানিয়েছে চীন। গাড়ি থেকে ফিলিস্তিনের নাগরিকদের জন্য জরুরি খাদ্য সহায়তা নামানোর সময় এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘চীন বেসামরিক নাগরিক ও বেসামরিক সুযোগ-সুবিধা ক্ষতিগ্রস্ত হয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, এমন সব কাজের বিরোধিতা করে।’তিনি আরো বলেন, ‘গাজায় আন্তর্জাতিক ত্রাণ কর্মীদের ওপর হামলায় আমরা মর্মাহত এবং এর নিন্দা জানাচ্ছি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner