শীর্ষ খবর ০৭ আগস্ট ২০২৪

বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ : সেনাপ্রধান

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল বৃহস্পতিবার রাতের মধ্যে শপথ নেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ড. ইউনূস আগামীকাল দায়িত্ব নেবেন। তিনি দুপুরে এসে পৌঁছাবেন, আমি তাকে রিসিভ করব। আগামীকাল রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে।অন্তর্বর্তীকালীন সরকারের আপাতত ১৫ জন সদস্য থাকতে পারে বলে তিনি আভাস দেন।দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে, খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন সেনাপ্রধান। বিভিন্ন স্থানে যারা ভাঙচুর ও সহিংস ঘটনা ঘটাচ্ছে, তাদের বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner