বাংলাদেশ ২৬ জুলাই ২০২৪

কানাডার প্রতিক্রিয়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের আহবান

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে গ্রেপ্তার সবার যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে কানাডা। একই সঙ্গে এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিরও আহ্বান জানিয়েছে দেশটি।বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার কানাডা হাইকমিশন এক বিবৃতিতে এ আহ্বান জানায়।বিবৃতিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা শোকাহত।  বাক ও সমাবেশের স্বাধীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইন্টারনেট পরিষেবাগুলিকে দেরি না করে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই,  যাতে লোকেরা গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশ করতে পারে। কানাডা এবং বিশ্বব্যাপী তাদের প্রিয়জনের সাথে যেন সংযোগ করতে পারে।কানাডা আরও বলেছে, আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner