আন্তর্জাতিক ০৭ জুলাই ২০২৪

ভারতীয় কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৮ জন নিহত

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

নয়াদিল্লি: ভারত শাসিত কাশ্মীরে পৃথক দুটি বন্দুক যুদ্ধে দুই সেনা এবং ছয় সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। রোববার পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিধি কুমার বির্দি এএফপি’কে বলেছেন, এ বিতর্কিত অঞ্চল কর্তৃপক্ষ কুলগাম জেলার বিভিন্ন গ্রামে পৃথক দুটি অভিযান চালায়।বার্দি বলেন, এ অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। জেলার মোদেরগ্রাম এবং ফ্রিসাল চিন্নিগাম গ্রামে সংঘর্ষ অব্যাহত রয়েছে।তিনি আরো বলেন,‘আমরা মোদেরগ্রাম থেকে দুই সন্ত্রাসীর এবং ফ্রিসাল চিন্নিগাম থেকে আরো চারজনের মৃতদেহ উদ্ধার করেছি।’বিতর্কিত এ অঞ্চলে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই সর্বশেষ এ ঘটনা ঘটলো। ভারত ও পাকিস্তান উভয় দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে এবং হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটির মধ্যে তিনটি যুদ্ধ হয়।বিদ্রোহী বিভিন্ন গ্রুপ অঞ্চলটির স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ করে আসছে।এ ভূখ- নিয়ে সংঘর্ষে হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য ও বিদ্রোহী নিহত হয়েছে।গত জুন মাসে দক্ষিণাঞ্চলীয় রিয়াসি এলাকায় একটি মন্দির থেকে ভারতীয় হিন্দু তীর্থযাত্রীদের বহন করা একটি বাসে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিল।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner