আন্তর্জাতিক ০৯ মে ২০২৪

হামাসের নৌ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

জেরুজালেম:  ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার বলেছে, সাম্প্রতিক বিমানহামলায় গাজায় হামাসের নৌ ইউনিটের কমান্ডার নিহত হয়েছে।সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, মোহাম্মদ আহমেদ আলী গতকাল এক বিমান হামলায় নিহত হন।আলীকে হত্যার বিষয়ে জিজ্ঞাসা করা হলে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।হামাস সূত্র জানায়, তিনি হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসাম ব্রিগেডের সদস্য ছিলেন।ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ভূখন্ডে হামলার সময় এবং গত সপ্তাহে মধ্য গাজা সহ গাজা উত্যকায় যুদ্ধে আইডিএফ (আর্মি) স্থল সেনাদের বিরুদ্ধে আক্রমনের জন্য আলী দায়ী।যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের সশস্ত্র শাখা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধে লিপ্ত হয়েছে। আল-কাসাম ব্রিগেড নিয়মিতভাবে ইসরায়েলি ভূখন্ডের দিকে রকেট ছুঁড়তে থাকে।রবিবার কেরেম শালোম ক্রসিংয়ে রকেট হামলার জন্য আল-কাসাম ব্রিগেডকে দায়ী করে বলেছে, এই হামলায় ৪ সেনা নিহত হয়েছে।হামাস-চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে অন্তত ৩৪,৮৪৪ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner