শীর্ষ খবর ০৭ জুলাই ২০২৪

বাংলা ব্লকেড, শাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি): সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের সময় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে অচল হয়ে পড়ে এ সড়ক।রোববার (৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দ্বিতীয় দিনের মতো অবরোধ করেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন হাজারো মানুষ।এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ‘কোটা না মেধা? মেধা মেধা’ ‘আপোস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’ ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’ ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে’ ‘মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান’ ‘মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানি না’ - বলে স্লোগান দেন শিক্ষার্থীরা।সকালে কোটা ইস্যু নিয়ে আন্দোলন নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে, এ অন্দোলন অযৌক্তিক। এ ব্যাপারে শাবিপ্রবির শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রীর কথাটিই সম্পূর্ণ অযৌক্তিক। কারণ, এ দেশে কোটা প্রথা থাকতে পারে না। মেধাবিদের সাথে বৈষম্য করতে পারে না। তাই সরকার দ্রুত কোটা সংস্কার করে নতুন পরিপত্র জারি করুক।হাইকোর্টের দেওয়া রায়ের সমালোচনাও করেন শিক্ষার্থীরা। দাবি মেনে না নিলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। 


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner