নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটে ৪১৯ জন হাজি আজ দেশে ফিরেছেন। আজ শুক্রবার (২১ জুন) ভোর ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটটি অবতরণ করে।এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পোস্ট ফ্লাইট অপারেশনস এর শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে।আগত হাজিদের বিমানের বোডিং গেটে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রত্যেককে বিমানের বুথ থেকে জমজমের পানি বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভূঐা। এ সময় উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের পরিচালক (গ্রাহকসেবা) হায়াত-উদ-দৌলা খান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।আগত হাজিরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্বিক সেবায় সন্তোষ প্রকাশ করেন।৩১ হাজির মৃত্যু বাংলাদেশ থেকে এবার ৮৫ হাজারের বেশি মানুষ সৌদি আরবে হজ পালনে গিয়েছিলেন। সেখানে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশির মৃত্যুর খবর এসেছে; তাদের মধ্যে ২৫ জন পুরুষ, আর নারী রয়েছেন ৬ জন।এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৪ জন, মদিনায় চার জন, জেদ্দায় এক জন, মিনায় দুইজন মারা গেছেন।সর্বশেষ মো. ইদিস খান নামের এক বাংলাদেশি মক্কায় মারা যান; ৬৬ বছর বয়সী ইদিস মাদারীপুরের শিবচরের বাসিন্দা।এ বছরে প্রি-হজ এ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৭টি ফ্লাইটে ৪০৯৬৭ জন হজযাত্রী পরিবহন করে। পোস্ট হজ এ বিমান ১২৫টি ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের বাংলাদেশে পরিবহন করবে। মদিনা থেকে ৩৪টি ফ্লাইট পরিচালিত হবে, এর মধ্যে মদিনা-চট্টগ্রাম এ ৯টি ফ্লাইট, মদিনা-সিলেট ৫টি ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে মোট ৯১টি ফ্লাইট পরিচালিত হবে, এরমধ্যে জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা ১২টি ফ্লাইট, জেদ্দা-সিলেট-ঢাকা ৫ ফ্লাইট পরিচালিত হবে। প্রি-হজের ফ্লাইটের ন্যায় পোস্ট হজে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।