সিলেট ০৭ জুন ২০২৪

সিলেট : আটককৃত গাড়ির সাথে কোন সংশ্লিষ্টতা নেই' : যুবলীগ নেতা রূপম আহমেদ

post

রূপম আহমেদ  : সিলেট মহানগর যুবলীগ নেতা রূপম আহমেদ এক বিবৃতিতে জানিয়েছেন পুলিশ কর্তৃক আটককৃত ১৪ ট্রাক চিনির ঘটনাস্থল থেকে উদ্বার হওয়া প্রাইভেট কারের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই l বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির রেকর্ডে এই গাড়ির মালিক অন্য কেউ যা যাচাই বাঁচাই করলে জানা যাবে এই গাড়ির মালিক অন্য কেউ।

এই গাড়ির সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই l 

 রাজনৈতিক প্রতিপক্ষ একটি কুচক্রীমহল আমার রাজনৈতিক ক্যারিয়ার এবং আমার সম্মানকে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গাড়িটি আমার বলে লেখালেখি হয়। পরবর্তীতে কোন প্রকার যাচাইবাছাই না করেই সাংবাদিক ভাইয়েরা গাড়িটির মালিক আমার নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করে l এই ধরনের অসত্য মানহানিকর বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হওয়ায় আমি বিস্ময় প্রকাশ করছি l সাংবাদিক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা সমাজের দর্পণ আপনাদের মাধ্যমে সত্য উম্মোচিত হয় তাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ সঠিক সংবাদ তোলে ধরবেন। 

ভবিষ্যতে এই ধরনের সংবাদ তথ্যগত সত্যতা যাচাই করে পাঠকের সামনে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি সাংবাদিক ভাইদের প্রতি। 



আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner