সিলেট ১৪ মার্চ ২০২৫

সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির শঙ্কা

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

সিলেট:
সিলেটে হয়ে গেল মৌসুমের প্রথম শিলাবৃষ্টি।বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত বজ্রবৃষ্টির সঙ্গে সিলেটের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়।রাতে কয়েক দফায় শিলাবৃষ্টিতে ক্ষেতের ফসল নিয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।এদিন সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত সিলেট সদর উপজেলা, জৈন্তাপুর, গোয়াইনঘাটসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়।সিলেট ছাড়াও মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। সেখানকার স্থানীয়রা জানান, মাত্র ৫ মিনিটের শিলাবৃষ্টি ভয় ধরিয়েছে কৃষকদের মনে। বিশেষ করে তরমুজ চাষিরা পড়েছেন বিপাকে।হাকালুকি পাড়ের কৃষক মশাহিদ আলী ও শামীম আহমদ বলেন, এবার তারা তরমুজ চাষ করেছেন। শিলাবৃষ্টি হওয়ায় চরম দুশ্চিন্তায় আছি। তরমুজ এখনো পরিপক্ব হয়নি। শিলাবৃষ্টি যেভাবে হয়েছে, তাতে হাওর অঞ্চলে ব্যাপক ক্ষতি হতে পারে।শিলাবৃষ্টিতে ব্যাহত হয় সিলেটের বিদ্যুৎ সরবরাহ, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, ঝড় ও শিলাবৃষ্টির কারণে নগরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে স্বাভাবিক ছিল না।আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, রাত ৯টা পর্যন্ত ৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা। এরপরও বিভিন্ন স্থানে বৃষ্টি হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner