সিলেট ১১ অক্টোবর ২০২৫

সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

সিলেট:
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেট-ঢাকা মহাসড়কের নাজুক অবস্থার অবসানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সিলেটের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।আজ শুক্রবার বিকেলে নগরীর কুমারপাড়াস্থ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।আরিফুল হক চৌধুরী বলেন, “ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হলেও এটি আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, জনভোগান্তি চরমে পৌঁছেছে।তিনি সড়কের বেহাল অবস্থার দ্রুত প্রতিকারের দাবি জানিয়ে আগামী রোববার (১২ অক্টোবর) সিলেট নগরে এক ঘণ্টার প্রতীকী কর্মসূচি পালনের ঘোষণা দেন। ওইদিন নগরের দোকানপাট বন্ধ রাখা এবং যানবাহন চলাচলে এক ঘণ্টার কর্মবিরতি পালনের আহ্বান জানান তিনি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner