আন্তর্জাতিক ১৩ মে ২০২৪

রুশ হামলার পর ইউক্রেনের খারখিভ এলাকা থেকে ৪ সহস্রা ধিক বাসিন্দা অপসারণ

post

আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ইউক্রেন:  ইউক্রেনের খারকিভের উত্তর-পূর্বাঞ্চল সীমান্ত এলাকা থেকে ৪ হাজারেরও বেশি লোককে সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় গভর্নর  রোববার বলেছেন, শুক্রবার থেকে শুরু আকস্মিক রুশ আন্তঃসীমান্ত হামলার পর এ স্থানান্তর করা হয়েছে। গভর্নর ওলেগ সিনেগুবভ  সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রুশ বাহিনী এই অঞ্চলের পাঁচটি গ্রাম দখলের দাবি করার একদিন পরে মোট ৪ হাজার৭৩ জনকে সরিয়ে  নেওয়া হয়েছে। খবর এএফপি’র।সিনেগুবভ বলেন, রোববার ৬৩ বছর বয়সী এক ব্যক্তি গাইবোক গ্রামে আর্টিলারির গুলিতে নিহত ও সীমান্ত শহর  ভোভচানস্কে একজন ৩৮ বছর বয়সী ব্যক্তি আহত হয়েছেন।  বর্তমান হামলার আগে সেখানে ৩ হাজার লোক আহত হয়। ইউক্রেন শুক্রবার ঘোষণা করেছে যে রাশিয়া খারকিভ অঞ্চলে হামলা শুরু করেছে। একটি সীমান্ত অঞ্চলের কিছুটা এগিয়ে গেছে। প্রায় দুই বছর আগে অঞ্চলটি থেকে পিছু হটেছিল। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির  জেলেনস্কি শনিবার বলেছেন, ইউক্রেন  সেনারা খারকিভ অঞ্চলের সীমান্ত গ্রামে পাল্টা হামলা চালাচ্ছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner