আন্তর্জাতিক ১৫ ফেব্রুয়ারী ২০২৪

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

কুয়ালালামপুর: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।মঙ্গলবার তার প্রেস মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, সংক্রমণে আক্রান্ত মাহাথিরকে ন্যাশনাল হার্ট ইন্সস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।এদিকে হাসপাতালে থাকার কারণে মাহাথির আদালতে বর্তমান ডেপুটি প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি সংশ্লিষ্ট মামলার কার্যক্রমে অংশ নিতে পারছেন না। বিচারক মামলার পরবর্তী কার্যক্রম ১৯ জুলাই নির্ধারণ করেছে।সাম্প্রতিক বছরগুলোতে হৃদরোগের কারণে মাহাথিরকে(৯৮) একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তার শরীরে বাইপাস সার্জারিও করা হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner