নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টি জিতে এরই মধ্যে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ।সেই মিশনকে সামনে রেখে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে হলেও এবার ঢাকায় ফিরেছে খেলা।মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথমে বোলিং নিয়েছে। অর্থাৎ নাজমুল হোসেন শান্তর দল ব্যাটিং করবে।