খেলাধুলা ০৯ ডিসেম্বর ২০২৩

প্যাটেলের ঘুর্ণিতে ১৪৪ রানে অলআউট বাংলাদেশ : নিউজিল্যান্ডের টার্গেট ১৩৭

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ  নিউজিল্যান্ড স্পিনার আজাজ প্যাটেলের ঘুর্ণিতে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ।  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে নিউজিল্যান্ডকে লাপশ রপয  ১৩৭ রান। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩৮ রানে তৃতীয় দিন শেষ  করেছিলো বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে ৩০ রানে এগিয়ে ছিলো টাইগাররা। ওপেনার জাকির হাসান ১৬ ও মোমিনুল শূণ্যতে অপরাজিত ছিলেন।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ চতুর্থ দিনের শুরুতে ব্যক্তিগত  ১০ রানে আউট হন মোমিনুল। এরপর মুশফিকুর রহিম ৯, শাহাদাত হোসেন ৪, মেহেদি হাসান মিরাজ ৩, নুরুল হাসান শূণ্য, নাইম হাসান ৯, জাকির ৫৯ ও শরিফুল ইসলাম ৮ রানে আউট হন। ১৪ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।নিউজিল্যান্ডের প্যাটেল ৫৭ রানে ৬ উইকেট নেন। মিচেল স্যান্টনার ৩টি ও টিম সাউদি ১টি উইকেট নেন।প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে  নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৮০ রান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner