খেলাধুলা ১৯ নভেম্বর ২০২৩

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

post

দীর্ঘ দেড় মাস ধরে চলা ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামছে আজ। এক দিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তোলার লড়াইয়ে মাঠে নামছে আসরের সেরা দুই দল। বিশ্বমঞ্চে এই মহারণে টানা দশ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে উড়তে থাকা ভারতের প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।আইসিসির মেগা এই টুর্নামেন্টের সবথেকে সফল অজিরাই যাদের ঝুলিতে আছে পাঁচটি ট্রফি। অন্যদিকে স্বাগতিকদের চোখ থাকবে তৃতীয় শিরোপায়। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবথেকে বড় ক্রিকেট ভেন্যু হিসেবে পরিচিত আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শক্তিশালী এ দুই দলের জমজমাট শিরোপা লড়াই নিয়ে দর্শকদের মাঝে বিরাজ করছে তুমুল আগ্রহ-উদ্দীপনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আজ ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স।

ভারত একাদশ

শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ ও কুলদ্বীপ যাদব।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner