ধর্ম/আইন-আদালত ০৭ মে ২০২৪

হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে যেতে পারবেন না হাজিরা

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

সৌদি আরব: সৌদি আরব সরকার চলতি বছরের হজ যাত্রীদের জন্য এবার নতুন নিয়ম চালু করেছে। এ বছরের হজ মৌসুমে হজ ভিসায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে দেশটি। এই ভিসা নিয়ে শুধুমাত্র মক্কা, মদিনা ও জেদ্দা শহরে ভ্রমণ করা যাবে বলছে সৌদি কর্তৃপক্ষ।সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। এ খবর জানিয়েছে গালফ নিউজ।মন্ত্রণালয় বলছে, এই ভিসাটি শুধুমাত্র হজ মৌসুমের জন্য বৈধ হজ ভিসা। এই ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন।মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ মৌসুমে এই ভিসার মাধ্যমে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। এই ভিসায় সৌদিতে কাজ করা, থাকা বা নির্ধারিত এলাকার বাইরে ভ্রমণ করা বৈধ বলে গণ্য হবে না।সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই বিধিনিষেধ লংঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। তাছাড়া ভবিষ্যতে আর হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner