ধর্ম/আইন-আদালত ২২ জুন ২০২৪

পবিত্র কাবার চাবি সংরক্ষক ড. শায়খ সালেহ মারা গেছেন

post

পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।হারামাইন শরিফাইনের তথ্যভিত্তিক ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় শনিবার (২২ জুন) সকালে ড. শায়েখ সালেহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।হ্যান্ডলে বলা হয়, কাবাঘরের ১০৯তম অভিভাবক ড. শায়খ সালেহ আল শাইবা মারা গেছেন। তিনি হজরত উসমান ইবনে তালহার (রা.) বংশধর ছিলেন।বিশেষ এ ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হবে হেরেম শরীফে। এরপর তাকে  মক্কার আল মুআল্লা কবরস্থানে দাফন করা হবে।ইসলামি ইতিহাস থেকে জানা যায়, জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শাইবা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ সা. নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহার (রা.) কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন।বিশ্বনবী তাকে বলেন, ‘এখন থেকে এ চাবি আপনার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। আপনাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম। ’

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner