নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ক্রিকেটে নতুন দ্বৈরথ বাংলাদেশ-ভারত। সর্বশেষ নারী দলের সিরিজেও দেখা গেছে সেই উত্তাপ। ওই উত্তাপের স্মৃতি নিয়ে শুরু হলো বাংলাদেশ-ভারত নারী টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দেশ। যার প্রথমটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।আজ রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ছয় ম্যাচে হেরে যাওযায় চাপে রয়েছে বাংলাদেশ। অসিদের কাছে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা।মূলত বিশ্বকাপে ভালো করার লক্ষ্যে এবং বাংলাদেশ কন্ডিশনে ক্রিকেটারদের আরও ঝালিয়ে নিতে এই প্রস্তুতি সিরিজে খেলছে দুই দেশ। ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে নিগার সুলতানা জ্যোতিরা ২-১ ব্যবধানে হারলেও; সংক্ষিপ্ত ফরম্যাটের এই ভার্সনে ভারতের বিপক্ষে একটি জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল। সেই আতœবিশ্বাস পুঁজি করেই লড়বে নিগার সুলতানার দল।