নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
বীরগঞ্জ: বীরগঞ্জে ভূট্টাবাহী ট্রাক উল্টে মোঃ দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ট্রাকের চালক নিহত। মোঃ দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফগদনপুর কালিতলা গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে।গতকাল ২৭ এপ্রিল শনিবার আনুমানিক রাত ১১টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝারবাড়ী-গড়েয়া সড়কের চেংঠী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার এসআই রাজেকুল ইসলাম জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভূল্লিরহাট হতে ভূট্টা নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৪-৭৮৪০) ঠাকুরগাঁও যাওয়ার পথে শতগ্রাম ইউনিয়নের ঝারবাড়ী-গড়েয়া সড়কের চেংঠী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি শ্যালো ইঞ্জিন চালিত দাড়িয়ে থাকা নছিমনকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চালকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি তদন্ত মইনুল ইসলাম জানান, ট্রাকটিকে উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে নিহতর ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন।