খেলাধুলা ২৪ এপ্রিল ২০২৪

জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ মে থেকে শুরু হবে সিরিজটি। এই মুহূর্তে দেশে না থাকায় ঘোষিত প্রাথমিক দলে রাখা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। প্রাথমিক দলে ফিরেছেন  অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এর মাধ্যমে  ২০২২ সালের পর আবারও জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা তৈরি হলো সাইফুদ্দিনের।  জাতীয় দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের  জন্য এই দলের খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হবে। বিসিবি কর্তৃক প্রেরিত ভিডিও বার্তায় আজ লিপু বলেন, ‘দুর্ভাগ্যবশত এই মুহূর্তে দেশে নেই সাকিব এবং মুস্তাফিজ। এজন্য তাদের দলে রাখতে পারিনি আমরা। সৌম্যের ইনজুরি সমস্যা রয়েছে। পর্যবেক্ষণে থাকলেও দলে রাখা হয়েছে তাকে। কারন দলের সাথে থেকেও যেন টিম মিটিংয়ের সেশনগুলো জানতে পারে সে।’লিপু আরও বলেন, ‘দলে সুযোগ হয়নি মেহেদি হাসান মিরাজের। তবে কোন অফ-স্পিনার ইনজুরিতে পড়লে দলে জায়গা হতে পারে তার। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরিতে এই খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।’২৮ এপ্রিল বাংলাদেশে এসেই সরাসরি চট্টগ্রামে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।৩, ৫ ও ৭ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১০ ও ১২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ঢাকায় ফিরবে দু’দল। 

বাংলাদেশ প্রাথমিক দল : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, সৌম্য সরকার। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner