খেলাধুলা ০৪ মার্চ ২০২৫

প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরের প্রথম সেমিফাইনালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া।‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এবারের আসরের সেমিফাইনালে ওঠে ভারত। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতেই জয় পায় টিম ইন্ডিয়া। বাংলাদেশ ও পাকিস্তানকে ৬ উইকেটে এবং নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারায় তারা।অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয় দিয়ে আসর শুরু করেছিলো অস্ট্রেলিয়া। এরপর এক জয় এবং দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে বৃষ্টির জন্য পয়েন্ট ভাগাভাগি করে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে অসিরা।এখন পর্যন্ত ওয়ানডেতে ১৫১বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এরমধ্যে অস্ট্রেলিয়ার জয় ৮৪ ম্যাচ। ভারত জিতেছে ৫৭বার। ১০ ম্যাচ পরিত্যক্ত হয়।চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে চারবার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এরমধ্যে ভারতের দু’বার এবং অস্ট্রেলিয়ার জয় একবার। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

অস্ট্রেলিয়া একাদশ : স্টিভেন স্মিথ (অধিনায়ক), কুপার কোনোলি, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্শিস, নাথান এলিস, এডাম জাম্পা ও তানভীর সাঙ্গা।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র  জাদেজা, মোহাম্মদ সামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner