নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (এফডিসি) নবনির্বাচিত কমিটির মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপরই সাংবাদিকদের সঙ্গে চলচ্চিত্র শিল্পীদের মারামারির ঘটনা ঘটে।এতে সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে জানা যায়, একজন ইউটিউবারের সঙ্গে মনোমালিন্য চলছিল এক অভিনেতার। শপথগ্রহণ শেষ হলে ইউটিউবারকে ডেকে নেন তিনি। কথা কাটাকাটির একপর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গেও বাগ-বিতণ্ডা হয়। সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে এই মারামারির ঘটনা ঘটে।বিষয়টি নিয়ে সমিতির সাধারণ সম্পাদক ডিপজল বলেন, এটা খুবই দুঃখজনক। বিষয়টি যেভাবে দেখা দরকার তা আমরা দেখছি।