গ্রাম বাংলা ২১ এপ্রিল ২০২৪

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে দুই তরুণের মৃত্যু

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

রাজশাহী: রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় এ ঘটনা ঘটে।মৃতরা হলেন, রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬) এবং একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)। বাপ্পি রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। আর মনির পেশায় থাই মিস্ত্রি।রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা জানান, রোববার দুপুরে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় পদ্মা নদীতে কয়েকজন কিশোর গোসল করতে নামে। এসময় তাদের মধ্যে সাঁতার না জানা একজন তলিয়ে যেতে লাগলে বাকিরা তাকে উদ্ধারে এগিয়ে যায়। এসময় বাপ্পি হোসনে ও মনির হোসেন পানিতে তলিয়ে যায়।তিনি বলেন, খবরে পেয়ে দ্রুত গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় পানির নিজ থেকে বাপ্পি ও মনিরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner