নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
রাঙ্গামাটি: জেলায় আজ সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মধ্যে রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।আজ রোববার বেলা ১১টায় রাঙ্গামাটি পৌরসভা কনফারেন্স হলে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে ২০২৩ সালের ৬ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে নিহত রাঙ্গামাটির বাসিন্দা লিপি বেগমের পরিবারকে ১০হাজার টাকা এবং গত ২৯ ফেব্রুয়ারী রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের প্রতি পরিবারকে জনপ্রতি ১০হাজার টাকা করে ৩০ হাজার টাকা, গুরুতর আহত ৭ জনের পরিবারকে ১০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা, কম আঘাতপ্রাপ্ত দুইজনকে জনপ্রতি ৭হাজার টাকা করে ১৪ হাজার টাকা, আহত ১৫ জনকে জনপ্রতি পাঁচহাজার টাকা করে সর্বমোট ৭৫ হাজার টাকাসহ মোট একলাখ ৯৯ হাজার টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।