বাংলাদেশ ০১ এপ্রিল ২০২৪

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া নীট কম্পোজিট লিমিটেড করাখানায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।সোমবার সকাল ৬টা থেকে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়কের জরুন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এরপরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় গিয়ে কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করে।শ্রমিকদের দাবি, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই-দিচ্ছি বলেও দিচ্ছে না। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছে শ্রমিকেরা।ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কোনাবাড়ি ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম জানান, সকাল থেকেই এ কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করে।  পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner