বাংলাদেশ ০৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাবি প্রশাসনকে ‘জামায়াত প্রশাসন’ আখ্যা ছাত্রদলের

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট শেষে ছাত্রদল অভিযোগ করেছে, ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে জামায়াত ও শিবিরের সশস্ত্র অবস্থান নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে।মঙ্গলবার ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই অভিযোগ করেন। রাকিব বলেন, উপাচার্য ও প্রক্টর জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন এবং নির্দিষ্ট প্রার্থীকে জেতাতে প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে।ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরও জানান, ক্যাম্পাসের আশপাশে বহিরাগত সন্ত্রাসী আনা হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানার পরও কোনো পদক্ষেপ নেয়নি। তবে ভিসি অধ্যাপক নিয়াজ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভোট সুষ্ঠু করতে প্রশাসন যথাযথভাবে কাজ করছে এবং নির্বাচন প্রক্রিয়া নিরাপদ রাখা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner