নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
বিনোদনঃ মহাকাব্য রামায়ণ অবলম্বনেই নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ ছবি। ছবিতে কাদের নেওয়া হবে, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা জিইয়ে রাখতে চেয়েছেন পরিচালক। অবশেষে জানা যায়, রণবীর কাপুর থেকে সানি দেওল, সাই পল্লবী, যশ, রাকুল প্রীত সিং- এক ঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি নিয়ে বিভিন্ন সময়ে উঠে এসেছে বিভিন্ন তথ্য।ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট- সব দিক থেকে অন্য অনেক ছবিকেই ‘রামায়ণ’ ছাপিয়ে যাবে বলে অনুমান ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের।মার্চ মাসের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং। মুম্বাই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শুটিং।যদিও দিন কয়েক আগেই শোনা যায় এই ছবিতে নাকি টাকা বিনিয়োগ বন্ধ করে দিয়েছেন ছবির অন্যতম প্রযোজক মধু মন্টেনা। এই ছবি প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ। এক জন প্রযোজক টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে ছবির শুটিং বন্ধ হবে, এমনটা নয়। ছবির একটি চরিত্রেই শুধু অভিনেতা বাছা বাকি ছিল। সেটি হল লক্ষ্মণ। এবার চূড়ান্ত করা হলো লক্ষ্মণকে!শোনা যাচ্ছে, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-প্রযোজক রবি দুবেকেই নাকি চূড়ান্ত করা হয়েছে লক্ষ্মণের জন্য।জামাই রাজা ‘সিরিয়াল’-এর মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান রবি। তবে এই চরিত্রের জন্য রবি আদৌ সম্মতি দিয়েছেন কি না, সেই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ নির্মাতারা।