নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
বিনোদনঃ ভারত এবং বহির্বিশ্বে বহুল আলোচিত অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। আজ শুক্রবার (১২ জুলাই) বহুল আলোচিত সেই বিয়ের অনুষ্ঠান। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলিউড হতে শুরু করে হলিউড তারকারাও। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা।ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এই তথ্য নিশ্চিত করে। সেখানে ভারতীয় লুকে ধরা দিয়েছেন তিনি। ঐতিহ্যবাহী বিয়ের পোশাক শেরওয়ানি পরে বিয়ের অনুষ্ঠানতে আসতে দেখা যায় তাকে। আকাশী রঙের শেরওয়ানি পরে ক্যামেরার সামনে তার চিরচেনা ‘ইউ কান্ট সি মি’ পোজ দেন।হিন্দু'র ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিয়ের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কন্নড় সুপারস্টার যশ ও তেলেগু সেনসেশন মহেশ বাবুসহ আরও অনেকে।এর আগে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোটো ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সংগীত অনুষ্ঠান মাতিয়েছেন হলিউড পপ তারকা জাস্টিন বিবার।ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি এই অনুষ্ঠানের জন্য ভারতীয় মুদ্রায় ৮০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। বর্তমান সময়ের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হিসেবে ধরা হচ্ছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েকে।