খেলাধুলা ২০ মার্চ ২০২৪

'ফাঁস হওয়া ফোনালাপ' নিয়ে লাইভে আসছেন তামিম

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে তামিম ইকবালকে নিয়ে আলোচনা যেন কিছুতেই থামছে না। গত বছর হঠাত করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে শোরগোল তুলেছিলেন তিনি। এরপর আবার অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারও করেছেন, ছেড়েছেন অধিনায়কত্ব। দেশসেরা এই ওপেনার ওয়ানডে বিশ্বকাপে থাকবেন কি না তা নিয়েই জলঘোলা হয়েছে অনেক। শেষ পর্যন্ত তিনি ছিলেনও দলে।এদিকে বিশ্বকাপের পর বিপিএল দিয়ে মাঠে ফিরে পাফর্ম্যান্স দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হওয়ার পাশাপাশি, টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন, নিজের দল ফরচুন বরিশালকে করেছেন চ্যাম্পিয়ন। তাঁর সঙ্গে একই দলে খেলেছেন মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ।এদিকে মিরাজের সঙ্গেই তামিমে ফোনালাপের একটি রেকর্ড ফাঁস হয়েছে গতকাল। ফাঁস হওয়া সেই রেকর্ড ভক্ত এবং ক্রিকেটপ্রেমীদের মাঝে চাঞ্চল্য তৈরি করেছে। মুঠোফোনে মিরাজের সঙ্গে কথাবার্তার মুশফিকের উপর তামিমের বিরক্তি প্রকাশ পেয়েছে।ফাঁস হওয়া রেকর্ডে তামিম বলেন, ‘মুশফিক এটা কোনো কাজ করছে রে মিরাজ?’  তিনি আরও বলেন, ‘ফাইনালের পরে আমাদের মিটিংয়ে কী কথা হইছে? আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না যে আমরা চেষ্টা করব যে ৭০ থেকে ৮০ পারসেন্ট আমরা যেন সেইম টিম থাকতে পারি। ঠিক আছে? আর এই কথার আমার বেইসই ছিল তুই মুশফিক সব সহ। ঠিক না?দেশসেরা এই ওপেনার মুশফিককে নিয়ে আরও বলেন, ‘মুশফিক আমার জন্য ইম্পর্ট্যান্ট একজন ছিল। সে করছেটা কী শোন। সে আমার সাথে তো কথা বলেই নাই বলেই নাই, সে বলে এখন আলাদা একটা টিম বানাচ্ছে। শুনছস এটা?বিপিএলে ফরচুন বরিশালে মুশফিককে স্বাধীনতা দিয়েছিলেন জানিয়ে তামিম আরও বলেন, ‘না, ভাই মিরাজ, তুই দেখছস… আমি ওরে কী ধরনের ফ্রিডম দিছি পুরা টিমে, হ্যাঁ? আমি ওরে দায়িত্ব দিছি পুরা টিম চালানোর। খেলা শেষ হইছে, খেলা শেষে আমি সবচেয়ে বেশি ওরে প্রেইজ করছি। আমি এখন পর্যন্ত ওরে প্রেইজ করি যে সে পুরা টিমটা হ্যান্ডেল করছে, তার কন্ট্রিবিউশনটা কত বেশি। সে এই মুহূর্তে আমাকে এইরকম মাঝপথে ছেড়ে যাওয়াটা কি উচিত ছিল?তাকে না বলে মুশফিকের নতুন দল বানানো নিয়ে দুঃখপ্রকাশ করতেও শোনা যায় তামিমকে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে ও আমার ফ্রেন্ড। ও একবার আমাকে অ্যাটলিস্ট বলত চলে যাওয়ার আগে। অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যে, না অ্যাটলিস্ট বলে গেছে। অসুবিধা নাই মিরাজ। সময় আমারও তো আসবে।এদিকে ফোনালাপ ফাঁসের এই ঘটনায় তামিম-মুশফিকের ভক্তদের মাঝে নানা ধরনের প্রশ্ন জেগেছে। নতুন কিসের দল বানাচ্ছেন মুশফিক, তামিমই বা তাতে বিরক্ত কেন-এসবের উত্তর খুঁজছেন দেশের সাধারণ ক্রিকেটপ্রেমীরা। এসব প্রশ্নের উত্তর আজ সন্ধ্যায় পাওয়া যাবে বলেই ধারণা করা হচ্ছে।তামিমের জন্মদিন আজ। এ উপলক্ষে যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আজ ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। সেখানেই দেশসেরা এই ওপেনার বলেন, ফোনালাপ নিয়ে অনেক অনেক কথা হচ্ছে, এসব নিয়েই আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছেন তিনি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner