খেলাধুলা ১৬ ডিসেম্বর ২০২৪

দ্বিতীয়বারের মত অবসরে আমির

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। আজ শনিবার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ম্যাচ পাতানোর অভিযোগে যুক্তরাজ্যে জেল খাটা আমির।এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ড সফর থেকে বাদ পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির। তবে বিশ্বব্যাপি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট খেলে আসছিলেন তিনি।চলতি বছরের জুনে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য অবসর ভেঙে জাতীয় দলে ফিরেন ওয়াসিম ও আমির। বিশ্বকাপে আমির ৪ ম্যাচে ৭ উইকেট নেন।বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলো পাকিস্তান। এরপর জাতীয় দল থেকে বাদ পড়লেও  অদ্যাবধি  আর ফিরতে পারেননি তিনি।তাই গতকাল আবারও অবসরের ঘোষণা দেন আমির।সামাজিক যোগাযোগ মাধ্য এক্স-এ এক পোস্ট দিয়ে আমির বলেন, ‘সব কিছু বিবেচনা করে  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার মত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অবসরের সিদ্ধান্ত নেয়াটা খুবই কঠিন। আমি মনে করি, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়া এবং পাকিস্তানের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়।২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে স্পট ফিক্সিংয়ের সাথে তৎকালীন অধিনায়ক সালমান বাট এবং মোহাম্মদ আসিফসহ জড়িত থাকার অভিযোগে পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন আমির। ঐ সময় যুক্তরাজ্যে জেল খাটেন এই তিন খেলোয়াড়ই।২০১৬ সালে জাতীয় দলে ফিরে আসার পর পাকিস্তানের হয়ে সব ফরম্যাটেই খেলেছেন আমির। দেশের হয়ে ৩৬ টেস্টে ১১৯, ৬১ ওয়ানডেতে ৮১ এবং ৬২টি টি-টোয়েন্টিতে ৭১টি উইকেট নিয়েছেন তিনি।বর্তমানে শ্রীলংকায় টি-টেন লিগে খেলছেন আমির।  

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner