গ্রাম বাংলা ২৬ ফেব্রুয়ারী ২০২৪

লালমনিরহাটে পাথরবাহী ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়িতে আলু বোঝাই ট্রলিতে পাথরবোঝাই একটি ট্রাকের ধাক্কায় ট্রলি উল্টে চালক নিহত হয়েছে।রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালকের নাম ফরিদুল ইসলাম(২৯)। সে হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে আলু বোঝাই ট্রলি নিয়ে লালমনিরহাটের একটি কোল্ড স্টোরেজে যাচ্ছিলো ফরিদুল। ট্রলিটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক ট্রলিকে ধাক্কা দেয়। পরে ট্রলটি উল্টে গেলে চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় ওই ট্রলিতে থাকা হেল্পার গুরুতর আহত হয়েছেন।সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপ্টিবাড়ি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। ট্রলিকে ধাক্কা দেওয়া ট্রাকটি কৌশলে পালিয়ে গেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner