গ্রাম বাংলা ২৫ ফেব্রুয়ারী ২০২৪

ছেলে মেয়ে বিষ দিয়ে হত্যার পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে দুই শিশু সন্তানকে হত্যার পর সৌদি আরব প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঋণের চাপে দুই শিশু সন্তানকে হত্যার পর সৌদি প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেন।রোববার সকালে যে কোনো সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে।নিহতরা হলেন- মা সায়মা বেগম (৩৩), তার মেয়ে ছাইমুনা (১১) এবং ছেলে তাওহীদ (৭)। নিহত সায়মা বেগমের স্বামী আলী মিয়া সৌদি আরব প্রবাসী।নিহত সায়মার জা রোজিনা আক্তার জানান, সায়মা বিভিন্ন সময় বিভিন্ন এনজিও থেকে সুদের ওপর টাকা উঠাতেন।  রোববার সকালে অনেকগুলো এনজিওর পাওনাদার বাড়ি এসেছিল। পুলিশের ধারণা, প্রথমে দুই সন্তানকে বিষপানে মৃত্যু নিশ্চিত করে মা। পরে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম সুমন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঋণের চাপে দুই শিশু সন্তানসহ মা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner