আন্তর্জাতিক ১৮ ফেব্রুয়ারী ২০২৪

নাভালনির মৃত্যুর জন্য পুতিন ও তার ‘অপরাধী চক্র’ দায়ী: বাইডেন

post

আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

যুক্তরাষ্ট্রঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার কারাগারে আলেক্সি নাভালনির কথিত মৃত্যুর জন্য রাশিয়ার  নেতা ভøাদিমির পুতিনকে সরাসরি দায়ী করেছেন। বাইডেন ক্রেমলিন সমালোচক নাভালনিকে ‘সত্যের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর’ বলে বর্ণনা করেন।নাভালনির মৃত্যুর খবরে বাইডেন ‘ক্ষুব্ধ’ হয়ে বলেন, নাভালনির সাথে ঠিক কী ঘটেছে তা তিনি এখনও জানেন না, তবে তিনি বলেন,  পুতিন ও তার ‘অপরাধী চক্র’ এর জন্য দায়ী।হোয়াইট হাউস  থেকে টেলিভিশনে দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, কোন ভুল করবেন না, নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী। নাভালনির সাথে যা ঘটেছে তা পুতিনের বর্বরতার আরও একটি প্রমাণ।শুক্রবার, বাইডেন নাভালনির কৃতিত্বকে স্বাগত জানিয়ে বলেন, এমনকি কারাগারেও তিনি সত্যের পক্ষে একটি শক্তিশালী কণ্ঠস্বর। তার সাহস ভুলে যাবার নয়। ঈশ্বর আলেক্সি নাভালনির মঙ্গল করুন।রুশ কর্মকর্তারা বলেন, পুতিনের আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার লক্ষ্যে একটি নির্বাচনের এক মাস আগে শুক্রবার একটি আর্কটিক কারাগারে নাভালনি মারা গেছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner