আন্তর্জাতিক ২৩ জানুয়ারী ২০২৪

ভারতে মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত

post

আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ভারত: ভারতের মিজোরামে দুর্ঘটনার কবলে পড়ল মিয়ানমারের সামরিক বাহিনীর একটি বিমান। মিজোরামে আশ্রয় নেয়া সেনা সদস্যদের ফেরাতে এসেছিল বিমানটি।ভারতের সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মিজোরামের লেংপুই বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে মিয়ানমারের সামরিক বিমান। বিমানে ১৪ জন যাত্রী ছিল। এরমধ্যে আটজন আহত হয়ে লেংপুই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।সূত্রের খবর, অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় শিংশি ওয়াই এইট বিমানটি। সাথে সাথে সেটি দু’টুকরো হয়ে যায়। মিজোরামের এই বিমানন্দরের রানওয়েটি টেবিল টপ প্রকৃতির। যেখানে বিমান অবতরণ বেশ চ্যালেঞ্জিং।সম্প্রতি মিয়ানমারে বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে পড়ে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ করে মিয়ানমারের সেনা। এর মধ্যে ১৮৪ জন সদস্যকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। তাদের কয়েকজনকে উদ্ধার করে দেশে ফেরাতে মিজোরামে এসেছিল ওই বিমানটি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner