কমিউনিটি ১৪ ফেব্রুয়ারী ২০২৪

ছাতকের কৃতি সন্তান, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী এস. এম. সুজনের স্পেনে সংবর্ধনা

post

আনসার আহমেদ উল্লাহ : গত ১১ ফেব্রুয়ারী লান্জরতে, স্পেনে  এক অনুষ্টানে নাগরিক সংবর্ধনায় অভিষিক্ত  হলেন ছাতকের কৃতি সন্তান, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী সাবেক ছাত্রনেতা যুবনেতা এস. এম.সুজন।

 

বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জনাব আশরাফ তালুকদার এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আওয়ামী লীগ নেতা ফজরুল হক এনাম সভায় স্বাগতম বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আমিনুল মামুন।

 

বিষেশ অথিতি আলেয়া শাহজীদ সহ অতিথিদের মধ্যে বক্তব্যে রাখেন তুহিন, এডভোকেট মর্তুজা আলী বাবুল, সৈয়দ রব্বানী আহমদ, শেখ ফখরুজ্জামান নাসের তামিল, বদরুল ইসলাম, আবুল লেইস সুজন কাপালি, নুর মিয়া, বেলাল , হোসাইন, আসলাম হোসেন, জাহাঙ্গীর আলম, মিমজাদুর রহমান, হিমেল চৌধুরী, সাবেক ছাত্রনেতা রুবেল আহমেদ, আলমগীর হোসেন, সভায় আরও উপস্থিত ছিলেন, তাজিরুল ইসলাম, কবির হোসেন, রাবেল আহমেদ, কিষান দেবনাথ, আলম হোসেন, ফারহান তালুকদার, আরমান শাহজিদ, ফাবিহা তালুকদার সায়মা শাহজীদ আদিল শাহজীদ,ফারহা তালুকদার আয়ান শাহজীদ প্রমুখ।

 

বক্তারা লান্জরতে এই পরিবারের বাঙ্গালী কমিউনিটি উন্নায়ন ব্যাবসা প্রতিস্টান সহ বিভিন্ন কর্মসংস্হানের ভূইসি প্রসংশা করেন, এস এম সুজনের রাজনৈতিক,সামাজিক কর্মতৎপরতা প্রশংসনীয় জনবান্ধব এই নেতা প্রবাসীদের কল্যাণে জনপ্রতিনিধিত্বে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয়।

 

সংবর্ধিত অতিথি সাবেক ছাত্রনেতা বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ ও বাংলাদেশের ভিশন ৪১ বাস্তবায়নে প্রবাসীরা অতিতের ন্যায় অগ্রনী ভুমিকা রাখবেন।প্রবাসীরা হচ্ছেন বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড,সোনার ছেলে একেকজন রাস্ট্রদূত। স্পেন প্রবাসী বাংলাদেশ কমিউনিটির ভালোবাসার প্রতিদান যেন মানবতার সেবায় দিতে পারিন এই দোয়া কামনা করেন।

বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জানান সংবর্ধিত অতিথি অন্যান্য অথিতিদের। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মর্তুজা আলী বাবুল।

 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner