বাংলাদেশ ১৩ ফেব্রুয়ারী ২০২৪

আজ থেকে বিএনপির ৬ দিনের কর্মসূচি শুরু

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ  সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্তে হত্যার প্রতিবাদে আজ থেকে শুরু হচ্ছে বিএনপির ৬ দিনের কর্মসূচি।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) লিফলেট বিতরণের সঙ্গে নিহতদের স্মরণে দোয়া ও মাগফিরাত কামনার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। গত রোববার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।কর্মসূচিতে রয়েছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ। এরপর ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নিহত হওয়া বাংলাদেশিদের স্মরণে বাদ জুমা সারাদেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা।পরদিন শনিবার (১৭ ফেব্রুয়ারি) সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ হবে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দেশের সব উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে নেতাকর্মীরা।রিজভী বলেন, ‘এক দফার আন্দোলন চলছে, চলবে। জনগণের সংগ্রামী ঐক্য, সংকল্প ও বীরত্বকে সঙ্গে নিয়ে দখলদার আওয়ামী সরকারের পতন নিশ্চিত করে এক দফার আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। জনগণের বিজয় সুনিশ্চিত।’

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner